Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে জনগণের করণীয়

নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে জনগণের করণীয়ঃ

  • বিদ্যুৎ পরিবাহী তার, খুঁটি অথবা টানা তারে কখনো হাত দিবেন না। এতে যে কোন সময় বিপদ হতে পারে। 
  • কৌতুহল বশতঃ কোন বিদ্যুৎ পরিবাহী তারের উপর রশি অথবা এ জাতীয় কোন কিছু ছুঁড়ে মারবেন না, কাপড় শুকাতে দিবেন না, কারণ তারের বিদ্যুতের সংস্পর্শে আপনার বা অন্য কেহর মৃত্যু ঘটতে পারে। 
  • বিদ্যুৎ কর্মীরা যখন সরবরাহ লাইন তৈরী অথবা মেরামতের কাজ করতে থাকে তখন তাদের নিকট হতে দূরে থাকুন এবং ছোট ছেলে-মেয়েদের দূরে থাকতে বাধ্য করুন। লাইন মেরামত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পাবার ব্যাপারে ধৈর্য্য ধরে কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। 
  • বাড়িতে বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রয়োজন ব্যতিত কখনও মেইন সুইচ অথবা মেইন সুইচ হতে মাটিতে প্রবেশকারী (গ্রাউন্ডিং) তারে হাত দিবেন না। 
  • ছোট ছেলে-মেয়েদেরকে সুইচ,হোল্ডার অথবা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে হাত দিতে দিবেন না।
  • ভিজা হাতে কখনো সুইচে হাত দিবেন না, সকেট পয়েন্টের ভিতর কোন তার বা আলপিন ঢুকাবেন না। 
  • সুইচ অন করা অবস্থায় কখনো হোল্ডার হতে বাল্ব খোলার চেষ্টা করবেন না। মেইন সুইচ বন্ধ করুন,জ্বলে যাওয়া ফিউজের তার/ লাইট বদলিয়ে দিন। আপনার দ্বারা ঠিক করা সম্ভব না হলে সমিতি কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে খবর দিন এবং ত্রুটি ঠিক করে নিন। 
  • বিদ্যুৎ প্রবাহিত তার বিচ্ছিন্ন অবস্থায় দেখলে কখনো তা স্পর্শ করবেন না এবং অন্যকে স্পর্শ করতে দিবেন না । বিচ্ছিন্ন তার দেখার সঙ্গে সঙ্গে অফিসকে জানান এবং যতক্ষণ অফিসের লোক মেরামতের জন্য সেখানে না পৌঁছে ততক্ষণ পাহারার ব্যবস্থা করুন। 
  • বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কোন অগ্নিকান্ডে কখনো পানি দিবেন না। প্রথমে মেইন সুইচ অফ করুন এবং অগ্নি সংযোজিত স্থানে বালি ছড়িয়ে দিন।
  • কাঠের খুঁটির পাশে শুকনা কচুরীপানাতে অথবা খড়ে আগুন জ্বালাবেন না। তাতে অগ্নি সংযোগ হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। 
  • বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ হতে পারে এমনভাবে বৈদ্যুতিক লাইনের নিচে বসতবাড়ী বা অন্য কিছু স্থাপন করবেন না। বৈদ্যুতিক লাইনের নিচে/পার্শ্বে লোহা জাতীয় দন্ড বা কাঁচা/ভিজা বাঁশ/কাঠ দিয়ে কোন কাজ করবেন না। 
  • বিদ্যুৎ বিতরন লাইনে কোন গাছ/গাছেরডাল/বাঁশ যাতে স্পর্শ না করে সেদিকে লক্ষ্য রাখুন এবং দেখামাত্র অফিসকে জানান। অন্যথায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। 
  • বৈদ্যুতিক তারের পাশে কখনো ঘুড়ি উড়াবেন না এবং কাউকে ঘুড়ি উড়াতে দিবেন না। 
  • আপনার সংযোগ থেকে পার্শ্ববর্তী অন্য কাউকে সংযোগ দিবেন না। বিদ্যুৎ পুনঃবিক্রি আইনতঃ দন্ডনীয় অপরাধ। 
  • এক ঘর থেকে অন্য ঘরে/উঠানে বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হলে মোটা তারের মাধ্যমে নিন। এ কাজের জন্য ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নিন। চিকন তার সর্বদাই পরিহার করুন। কারণ যে কোন সময় দূর্ঘটনা ঘটে অকল্পনীয় ক্ষতি হতে পারে। 
  • বিদ্যুৎ চুরি বন্ধ করুন। ইহা শাস্তিযোগ্য অপরাধ। বিদ্যুৎ চোরকে ধরিয়ে দিন।
  • সমিতি কর্তৃপক্ষকে অবহিত না করে আপনার সংযোগে অতিরিক্ত লোড সংযোজন করবেন না। 
  • সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। সমিতির উন্নয়নে সহযোগিতা করুন।
  • বিদ্যুৎ অপচয় রোধকল্পে সর্বদা সজাগ থাকুন।

“পল্লী বিদ্যুতায়ণ কার্যক্রমে আপনার সহযোগীতা একান্ত কাম্য” 

অনুরোধক্রমে-পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ