Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘরে বসেই বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ পদ্ধতি

দেশের যেখানেই থাকুন, ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আর।

বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিলেই বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন।  বিকাশ অ্যাপ থেকে এবং *247# ডায়াল করে বিল প্রদানের ক্ষেত্রে বিলারভেদে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে। 

অ্যাপ দিয়ে যেভাবে পোস্টপেইড বিল বিকাশ করবেন:

১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন

২। বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন

৩। বিলের সময়সীমা সিলেক্ট করুন এবং একাউন্ট নাম্বার দিন

৪। বিলের পরিমাণ দেখে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন

৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট


এ্যাপে বিল পরিশোধের বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।

https://www.youtube.com/watch?v=eHc9L3xPLnU